“বেশ্যানুরক্তি বিষমবিপত্তি” মূলত একটি বটতলার বই। প্রকাশকাল ১৮৬৩ সাল (বাংলা ১২৭০)। এটি মূলত মজার বাংলা নাটক। কলকাতার এক দল মানুষ বেশ্যাদের ফাঁদে পড়ে ধন মান সবই খোয়াতে বসে ছিলেন, সে কথাই সমাজ পরিত্রাতার ভঙ্গিতে উপদেশ দিয়ে বোঝাতে চেয়েছেন লেখক। এই নিয়ে টান টান নাটক।
More