পড়ালেখার নিয়ম ও পরীক্ষায় ভালো করার কৌশল কী- এ প্রশ্নটি ছাত্র-ছাত্রীদের মনে আসা স্বাভাবিক। হ্যাঁ, পড়ালেখার নিয়ম ও ভালো ফলাফল অর্জনের কৌশল কী- এ বিষয়টি ছাত্র-ছাত্রীদের জানাতে এবং শিক্ষা জীবনের প্রতিটি স্তরে ভালো ফলাফল অর্জনকারী সেরা ছাত্র-ছাত্রীদের তালিকায় যেন তোমাদের নাম সংযুক্ত হয় সেজন্যেই এ বইটি তোমাদের হাতে তুলে দেয়ার প্রচেষ্টা।
ছাত্র-ছাত্রী মাত্রই ভালো হতে চায়। ভালো হওয়ার উপায় জানতে চায়। কিন্তু এ সম্পর্কে কোনো বই তারা হাতের কাছে পায় না। তাইতো তারা হয়ে থাকে বিপথগামী, তাদের পড়ালেখা হয়ে থাকে দিন দিন অধঃমুখী। আর এ অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে তাদের যথার্থ গঠন এবং তাদের মাঝে আদর্শিক গুণাবলীর পরিস্ফুটন ঘটাতে বাংলাদেশে প্রথম প্রকাশিত হয়েছে একটি চমৎকার বই- ‘ভালো ছাত্র-ছাত্রী গঠন হওয়ার উপায়।’
শিশু-কিশোর, তরুণ-তরুণী ও যুবক-যুবতীদের সচ্চরিত্র গঠনের লক্ষ্যে এই প্রথম রচিত একটি তথ্যবহুল বই এটি- যা অধ্যয়নে পাঠকদের কখন, কোথায়, কিভাবে, কী করা উচিত, কী করা অনুচিত ইত্যাদি কুরআন ও হাদীস ভিত্তিক সুস্পষ্ট দিক-নির্দেশনা পাওয়া যাবে ।
শিক্ষা সভ্যতার ধারক ও বাহক। শিক্ষাকে মানসম্মত করার গুরুত্ব অপরিসীম। আর শিক্ষাকে যারা ধারণ করবে সেই ছাত্র-ছাত্রীদের দিতে হবে মানসম্মত শিক্ষা। তবেই শিক্ষার উদ্দেশ্য তাদের জীবনে প্রতিফলিত হবে। শিক্ষা প্রদান ও গ্রহণ পদ্ধতিটিও একটি বিজ্ঞান। এতেও যুক্ত হয়েছে নতুন নতুন কৌশল ও উপায়। যে শিক্ষার্থী যতো উন্নত কৌশল অবলম্বন করতে সক্ষম হবে সে-ই ততো এগিয়ে যাবে শিক্ষা গ্রহণ মূল্যায়নে তথা পরীক্ষার ফলাফলে।
সন্তান তথা ছেলে-মেয়েরা প্রত্যেক পরিবারের শ্রেষ্ঠ সম্পদ। দেশের সম্পদ। সমগ্র উম্মাহর সম্পদ। ফলে তাদের পড়ালেখা ও আদর্শ জীবন গঠনে প্রত্যেক পিতা-মাতাই উদ্বিগ্ন। আল কুরআনুল কারীম ও আল হাদীসের ভিত্তিতে সন্তানদের সুশিক্ষা-কুশিক্ষার প্র্যাকটিস ও বাস্তব সমাজচিত্র চোখের সামনে রেখে গবেষণালব্ধ তথ্যের সমাহার ঘটিয়ে রচিত একটি চমৎকার বই- “প্যারেন্টিং এন ইসলামিক আইজোলজি ফর চিলড্রেন।” বাংলাদেশে এ ধরনের বই এই প্রথম।