“এলোকেশী বেশ্যা”, মূলত একটি বটতলার বই। প্রকাশকাল আনুমানিক ১৮৭৬ সাল। হিন্দু ঘরের সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ে এলোকেশী আট বছর বয়সে বিধবা হয়। প্রতিবেশী বন্ধুর সঙ্গে গৃহত্যাগ করে এবং পরে বেশ্যাবৃত্তিতে যোগ দেয়। পরে এক খ্রিস্টান মিশনারি মহিলার সানিধ্যে এসে খ্রিস্ট ধর্মের মাধ্যমে পাপ মুক্তির উপায় খুজে পায়। এই নিয়ে টান টান গল্প।
More